সিন্দুকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

0
47

সিন্দুকছড়ি জোনের অধীনস্থ বাটনাতলী আর্মি ক্যাম্প অভিযান চালিয়ে রামগড় উপজেলার গুজাপাড়া এলাকায় অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের প্রধান সন্ত্রাসী এবং চাঁদাবাজ মংসানু মারমাকে আটক করেছে অপারেশন দল। অভিযানে সন্ত্রাসীর নিকট হতে ০১টি বিদেশি পিস্তল, ০৪ রাউন্ড এ্যামোনিশন, ০২ টি চাকু, চাঁদা আদায়ের রশিদ বই এবং ০১টি ব্যাগ উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা উক্ত এলাকাতে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল।

গতকাল সোমবার (১১ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ) দিনে সেনাবাহিনীর অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে, একই সময়ে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে একজন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে উক্ত সন্ত্রাসীকে রামগড় পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়। পাহাড়ে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরণের বিশেষ অভিযান কে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগণ। স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here