লক্ষীছড়ি জোন কর্তৃক ঈদুল-ফিতর উপলক্ষে ঈদ উপহার এবং খাদ্যসামগ্রী বিতরণ।

0
83

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ ২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দে মগাইছড়িপাড়া ও এর আওতাধীন বিভিন্ন এলাকার ৭৫টি পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ ও তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার তুলে দেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেলঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি।
অনুষ্ঠানে লক্ষীছড়ি জোনের অন্যান্য অফিসারবৃন্দ, এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জোন কমান্ডার বলেন, ”আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জোনের পক্ষ থেকে উপহার হিসেবে কিছু খাদ্যসামগ্রী আপনাদের হাতে তুলে দেওয়া হল। ইতিপূর্বেও জোন এসকল কার্যক্রম পরিচালনা করেছে, ভবিষ্যতেও তা চলমান থাকবে।”

উল্লেখ্য গত বুধবারে লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে লক্ষীছড়ি সদর এলাকার একশো পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। লক্ষীছড়ি জোনের এই মহতী উদ্যোগকে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here