নিহত ফায়ার ফাইটার নিপন চাকমার মেয়ের শিক্ষার দায়িত্ব নিলো লেকার্স।

0
113

গত ০৫ জুন ২০২২ খ্রিস্টাব্দে সীতাকুন্ড ট্র্যাজেডিতে আমাদের প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উন্নতি চাকমার পিতা সীতাকুন্ড ফায়ার স্টেশনের লীডার নিপন চাকমা স্বীয় দায়িত্ব পালন কালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বীর এই অগ্নিযোদ্ধার মৃত্যুতে লেকার্স পরিবার গভীর ভাবে শোকাহত।

স্বীয় দায়িত্ব পালনে নিপন চাকমা-এর অবিচল আস্থা ও বলিদান আমাদের গর্বিত করেছে। তাঁর অকাল প্রয়ানে সহমর্মিতা ও সহযোগিতার নিদর্শন স্বরূপ উন্নতি চাকমার সমগ্র স্কুল জীবনে পড়াশুনার যাবতীয় ব্যয়ভার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ বহন করবে।

অদ্য ০৯ জুন ২০২২ তারিখ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটি-এর পরিচালনা পর্ষদের সভাপতি ও রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি মহোদয় এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো: আরিফ মাহমুদ, এইসি, নিহত নিপন চাকমার স্ত্রী মিসেস সুমনা চাকমার হাতে এই মর্মে একটি অঙ্গীকার পত্র তুলে দেন। এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here