জেএসএস সন্তুর এ্যামবুশে পড়ে ইউপিডিএফ প্রসিত-এর একটি সেকশন পুরো বিধ্বস্ত।

0
121

গতকাল (মঙ্গলবার) ২৩ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ ঘটিকায় রাঙ্গামাটি জেলার নানিয়ারচর অধীন বন্দুকভাঙ্গা থেকে লংগুদু দিকে আসার সময় ছোট কাট্টলী এলাকা এ্যামবুশে পড়ে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ প্রসিত বিকাশ খীসা গ্রুপের একটি সেকশন।

গ্রুপটি পুরোদমে বিধ্বস্ত হয়েছে বলে পার্বত্য চুক্তি পক্ষ জেএসএস সন্তু পক্ষের দাবি। পুরো সেকশন থেকে সহকারী কমান্ডার কয়েন ত্রিপুরা ও কালেক্টর শ্যামল চাকমাসহ ৬ জন নিহত এবং ৩ জন আহত হয়।
এসময় ২২৮ (PNC) একে-৫৬ একটি উদ্ধার করা হয়। এমনই দাবি জেএসএস সন্তুর। নিহত শ্যামল চাকমার বাড়ি নানিয়ারচর গবাছড়িতে।

একটি গোপন সূত্র দাবি করছে জেএসএস ও ইউপিডিএফ গতকাল সন্ধ্যা ৭টা থেকে গোলাগুলিতে লিপ্ত হয় এসময় ইউপিডিএফ এর ৪জন আহত হয় এবং একটি অস্ত্র উদ্ধার করে জেএসএস। তবে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন থেকে চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দু’টি সশস্ত্র গ্রুপ মুখোমুখি। তারই ধারাবাহিকতায় তারা গতকাল সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ব্যাপক গোলাগুলি এবং বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত ইউপিডিএফ এ্যামবুশ বা গোলাগুলিতে হতাহতের পরিসংখ্যান এর ব্যাপারে কিছুই না জানালেও তাদের উপর অতর্কিতভাবে সন্তু গ্রুপ গুলিবর্ষণ করার বিষয়ে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here