রাঙামাটিতে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নির্যাতিত পার্বত্যবাসী

0
72

 

পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শরনার্থী পুনর্বাসন কার্যক্রম বাতিলের দাবি করেছে স্থানীয় বাঙালিদের গুটিকয়েক অংশ। ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু ৮২ হাজার পরিবারকে উপজাতীয় টাস্কফোর্সের মাধ্যমে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার ‘নির্যাতিত পার্বত্যবাসী’ ব্যানারে রাঙামাটিতে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব উপজাতীয় শরনার্থীকে পুনর্বাসন বাতিলের দাবিটি জানানো হয়েছে।

বুধবার(১০অক্টোবর)সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, নির্যাতিত পার্বত্যবাসীর আহবায়ক বেগম নুর জাহান, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সোহেল রিগ্যান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম,  মেডিকেল কলেজ সংগ্রাম পরিষদের নেতা জালাল উদ্দিন জালোয়া, বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. মাঈন উদ্দিন, সম্পাদক মো. মাসুম রানা, যুব ফ্রন্টের সভাপতি আবদুল মান্নান ও শ্রমিক পরিষদের সভাপতি রাসেল ইসলাম সাগর প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ে এসব উপজাতীয় শরণার্থী পুনর্বাসন কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং অযৌক্তিক। অবিলম্বে সরকারকে ৮২ হাজার উপজাতীয় শরণার্থী পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রামে গুচ্ছগ্রামে বন্দি ৩২ হাজার উদ্বাস্তু বাঙালি পরবিারকে পুনর্বাসন করতে হবে। অন্যথায় পরিস্থিতি ভালো হবে না। পাহাড়ের ৪ সশস্ত্র গ্রুপকে নিষিদ্ধ করে রক্তপাত বন্ধ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here