সেনা অভিযানে রাঙ্গামাটিতে অবৈধ অস্ত্রসহ জেএসএস চাঁদা কালেক্টর আটক।

0
57

রাঙামাটি রিজিয়নের ৭ আরই ব্যাটালিয়ন এর অন্তর্গত পানামাছড়া হতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ জেএসএস সন্তু এর এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ১ টা ৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের ৭ আরই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা পানামাছড়া, রাঙামাটি সদর, রাঙামাটি এ বিশেষ অভিযান পরিচালনা করে শান্তি কুমার চাকমা (৫০) নামের সন্ত্রাসীকে ১টি দেশীয় রাইফেল, ২টি এ্যামোনিশন, ৩টি রামদা, ১৫টি নোটবুক ২টি রেজিষ্টার ১টি কার্ড রিডার এবং নগদ ৩৫০০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল সন্তু) এর সন্ত্রাসী। উক্ত আটককৃত সন্ত্রাসী, অস্ত্র, এ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদিসহ কোতয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here