‘দৃষ্টিহীনে দৃষ্টিদান’ প্রত্যয়ে চক্ষু শিবির আয়োজন করল বিলাইছড়ি জোন।

0
63

‘দৃষ্টিহীনে দৃষ্টিদান’ দাও আলো এই প্রত্যয় নিয়ে রাঙ্গামাটির দূর্গম উপজেলা বিলাইছড়ি’তে আবারো চক্ষু শিবির এর আয়োজন করল সেনাবাহিনীর বিলাইছড়ি জোন। ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এ ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে সর্বদা বিলাইছড়ি জোন কাজ করে থাকে।

অদ্য ২৪ সেপ্টেম্বর ( শনিবার) বিলাইছড়ি উপজেলা অডিটরিয়ামে জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি এর মানবিক ও দূরদর্শি নেতৃত্বের ফলশ্রুতিতে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে বিলাইছড়ি জোনের বিভিন্ন দূর্গম এলাকা হতে দীর্ঘকালীন চক্ষু সমস্যা জর্জরিত রোগীরা আগমন করেন। বিলাইছড়ি জোনের মেডিক্যাল অফিসার এর নেতৃত্বে এবং “লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম” এর সহযোগিতায় এ শিবির আয়োজন করা হয়। এই শিবিরে চক্ষু সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য ১২২ জনকে ওষুধ, চশমা প্রদান করা হয় এবং ছানি পড়া রোগীর তালিকা করা হয়। পরবর্তীতে তাঁদের চক্ষু অপারেশনের জন্য ব্যাবস্থা করা হবে। জোন কমান্ডার বলেন “২৪ পদাতিক ডিভিশনের অধীনে রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ির জোন ও লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতাল,চট্টগ্রাম উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here