রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি জোন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান।

0
48

‘ধর্ম যার যার উৎসব সবার’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা রাঙ্গামাটি রিজিয়নের রাঙ্গামাটি জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ী জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৩ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি জোন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রিজিয়ন প্রান্তিক হলে রাঙ্গামাটি জোনের দায়িত্বপূর্ণ এলাকার সকল পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা-অর্চনা পরিচালনার লক্ষ্যে অত্র জোন কর্তৃক সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here