রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে মানবিক সহায়তা প্ৰদান।

0
75

অদ্য সোমবার ২৪ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দুস্থ পাহাড়ী-বাঙালী মহিলাদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে সেলাই মেশিন, চিকিৎসা সেবা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে প্রান্তিক হল রুমে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন। উক্ত কর্মসূচীতে জিটুআই মেজর পারভেজ রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দুস্থ ৪ জন মহিলাকে সেলাই মেশিন এবং জাতীয় মহিলা দলের সাবেক ফুটবলার চাথুইমা মারমাসহ আরো ২ জনকে চিকিৎসা সেবার জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান এবং সেনবাহিনীকে অনুকরনীয় হিসেবে গ্রহন করে ধর্ম, বর্ণ এবং জাতি উপজাতি ভেদাভেদ ভূলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক সাথে কাজ করবে। এছাড়াও যে কোন প্রয়োজনে সেনাবাহিনী এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here