লক্ষীছড়িতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ প্রসিতের সশস্ত্র সন্ত্রাসী আটক।

0
65

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধীনস্থ ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর অন্তর্গত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ ইউপিডিএফ (মূল) এর একজন সশস্ত্র সন্ত্রাসী আটক।

গত, রবিবার (৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ) দুপুর ২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীছড়ি জোন কর্তৃক দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুনিল চাকমা অপূর্ব (২০) নামের এক সশস্ত্র সন্ত্রাসীকে ১টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড এ্যামোনিশন এবং ১টি রামদা সহকারে আটক করে। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে অস্ত্র, এ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদিসহ লক্ষীছড়ি থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জোন কমান্ডার বলেন, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সন্ত্রাসী কার্যক্রম রোধে লক্ষীছড়ি জোন সদা প্রস্তুত এবং তা বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here