রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক লম্বাছড়া এলাকা হতে অস্ত্রসহ জেএসএস গ্রুপ লিডার আটক।

0
77

১৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দে রাত ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন এর বাংগালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে জেএসএস (মূল) এর গ্রুপ লিডার রনজিৎ কুমার তনচংগ্যা (৬১), রাইখালী’কে ১টি দেশীয় পিস্তল (এলজি), ৪ রাউন্ড এ্যামুনিশন, ১টি ব্যাগ, ১টি চাকু, জাতীয় পরিচয়পত্র, ৩টি মোবাইল, মোবাইল চার্জার এবং পাওয়ার ব্যাংকসহ গ্রেফতার করা হয়।

তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সক্রিয় গ্রুপ লিডার, কয়েকটি হত্যাকান্ড ও অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকান্ডের সাথে অভিযুক্ত।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, এ্যামুনিশন ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটককৃতকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here