দলে যোগ না দেয়ায় মিতালী চাকমাকে অপহরণ করে তিনমাস ধরে ধর্ষণ করেছে ইউপিডিএফ।

0
157


||নিজেস্ব প্রতিবেদক||
হিল নিউজ বিডি-নিজেদের পছন্দের দলে যোগ না দেয়ায় রাঙামাটি সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মিতালী চাকমা প্রায় তিনমাস ধরে নির্যাতন করে একাধিকবার ধর্ষণ করেছে ইউপিডিএফ সন্ত্রাসীরা করেছে৷ নির্যাতনও ধর্ষণের শিকার কলেজছাত্রী খাগড়াছড়ি এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

প্রসীতপন্থী ইউপিডিএফে যোগ দেয়ার জন্য চাপ দেয়া হয়। মিতালী চাকমাকে তাদের দলে যোগ না দেওয়ায় তাকে অপহরণ করা হয়। এরপর টানা তিন মাস তাদের আস্তানায় আটকে রেখে শারীরিক অত্যাচার ও নির্যাতন ধর্ষণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে মিতালী চাকমা নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন। তাকে যেকোন সময় ইউপিডিএফ সন্ত্রাসীরা পূনরায় ধর্ষণ পূর্বক হত্যা করতে পারে বলে জানায়।

উল্লেখ্য, মিতালী চাকমা কে ইউপিডিএফ সন্ত্রাসীরা অপহরণ করে নিজেদের আস্তানায় রাখে। সেনাবাহিনী টহল দলের উপস্থিতির টের পেয়ে মিতালী চাকমা কে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা পরে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসে তাকে। মিতালী চাকমা খাগড়াছড়ির এক স্বজনের মাধ্যমে খাগড়াছড়ি গিয়ে জীবন বাঁচানোর তাগিদে সাংবাদিক সম্মেলন করে জীবনের নিরাপত্তা চাই সরকার, প্রশাসনের নিকট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here