Home / top / খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা সেনাবাহিনীর কাছে অস্ত্র সহ আত্মসমপর্ণ করেছে।

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা সেনাবাহিনীর কাছে অস্ত্র সহ আত্মসমপর্ণ করেছে।

 

 

আনন্দ চাকমা ইউপিডিএফ প্রসিত গ্রুপের নানিয়ারচর সার্কেল এর পোষ্ট পরিচালক ছিলেন। বৃহস্পতিবার রাতে মহালছড়ি জোনের সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে। তার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা।

আনন্দ চাকমা জানান, ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের কাছে একে-৪৭, এসএমজি, চাইনিজ রাইফেল, এলএমজি, একাশি ও এম-১৬ মতো বিপুল ভারী আগ্নেয়াস্ত্র রয়েছে। দেশ বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর গোপন তথ্য ফাঁস।

মতামত

x