বাঙ্গালীহালিয়া থেকে অপহৃত বাঙ্গালী সালাউদ্দিনকে উদ্ধারে নেই তৎপরতা!

0
99

মোঃ সোহেল রিগ্যান– রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়ন অর্ন্তগত আমতলী নামক স্থান হতে গত ৪-ই ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে মো. সালাউদ্দিন আহমেদ-কে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস সন্তু লারমা) দলের সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে পরিবার পক্ষ হইতে অভিযোগ। তারই প্রতিবাদে গত ১৮ ডিসেম্বর স্থানীয় বাঙ্গালীরা মুক্তির দাবিতে কর্মসূচী করে। সালাউদ্দিনের পরিবার পক্ষে তার বড়ভাই মো. ফোররকান উদ্দিন জানান, আমার ছোট ভাই একজন নম্র ভদ্র সাধারণ ছেলে ছিল, কী বা দোষ ছিল জানতে চাই? ছোট ভাই কে অক্ষত অবস্থা ফিরিয়ে দিন। প্রায় ১৪ দিন অতিবাহিত ভাইকে এখনো সন্ধান পাইনি। এখন হরতাল দেওয়া ছাড়া আর উপায় নেই।

১৮ ডিসেম্বর বাঙ্গালহালিয়াতে ‘বাঙ্গাল হালিয়া সচেতন নাগরিক সমাজ’ এর ডাকে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তারা বলেন, ঘটনার সাথে সাথে অত্র স্থানীয় প্রশাসন কে লিখিত আইনগত অভিযোগ দাখিল করার পরও এ অপহরণ বিষয়ে প্রশাসন পক্ষে সার্বিক সহযোগিতায় পাইনি বলে দাবী করেন।

সমাবেশ থেকে আরো বলা হয় সালাউদ্দিনকে উদ্ধারে নেই প্রশাসনের তৎপরতা। বিষয়টি দুঃখজনক এবং নিন্দনীয়। প্রশাসনের এই রহস্যজনক ভূমিকা প্রশাসনকে নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ করে।

জেএসএস সন্তু সন্ত্রাসী কর্তৃক অপহৃত সালাউদ্দিন কী বর্তমানে মৃত্যু নাকী জীবিত সে সন্ধানও দিতে পারেনি প্রশাসন। এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার্স ইনচার্জ থেকে আশানুরূপ কিছু পাওয়া যায়নি!

উল্লেখ যে, জেএসএস সন্তু গ্রুপ সমগ্র পাবত্য চট্টগ্রামের পাশাপাশি রাজস্থলী উপজেলায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অপহরণ ব্যাণিজ ও খুন-গুম করে স্বাভাবিক জনজীবন দুর্বিষহ করে তোলে। তাদের এ বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কেউ নেই৷ তাই তারা নির্বিঘ্নে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here