মহালছড়ি জোন কর্তৃক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান।

0
73

অদ্য ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ টহল চলাকালীন প্রত্যন্ত এলাকায় সম্পূর্ণ রূপে আগুনে পুড়ে যাওয়া একটি ঘর খুঁজে পায়। পরবর্তীতে জানা যায় প্রায় এক সপ্তাহ পূর্বে অগ্নিকান্ডে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং বাড়ির মালিক গৃহহীন হয়ে পড়ে। এমতাবস্থায়, মহালছড়ি জোন কর্তৃক আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করেন।

পাশাপাশি স্থানীয় চেয়ারম্যানকে ডেকে বিষয়টি অবহিত করা হয়। তিনি ঘরটি পুনঃনির্মাণের আশ্বাস প্রদান করেন। মহালছড়ি জোনের এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রচেষ্টা তাদের জীবন যাত্রার মানকে আরো উন্নত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here