থানচিতে অবৈধ কাঠ বোঝায় ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত: কাঠ পাচার রোধে নেই প্রশাসনের তৎপরতা!

0
43

বান্দরবান জেলার থানচি উপজেলায় অবৈধ গোল কাঠ বোঝায় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক পর্যটক নিহত হয়েছে। নিহত পর্যটকের নাম জয়রাজ দাশ (২২)। অদ্য শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে বিকালে থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জয়রাজ দাশ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ১নং ওয়ার্ডের অমল দাশের ছেলে। সে রাঙামাটি জেলার কাপ্তাই সুইডিস পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট এর অটো মোবাইল বিভাগের ৩য় বর্ষের ছাত্র বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে পাঁচ জনের একটি গ্রুপ মোটর সাইকেল নিয়ে থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা বেপরোয়া গতিতে আসা একটি কাঠ বোঝায় ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী জয়রাজ দাশ মারা যায়। জমির নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটা প্রচন্ড দ্রুতগতিতে ছিল। যার কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে এটাকে দুর্ঘটনা বললে ভূল এটা ইচ্ছেকতৃ বেপরোয়া গতির কারণে ঘটেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তদারকি না থাকার কারণে অবৈধ কাঠ পাচার এবং সড়ক দুর্ঘটনাগুলো রোধ করা সম্ভব হয়না।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘ হতে অবৈধ কাঠ পাচারকারীরা বনবিভাগ, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের যোগসাজশে অবৈধভাবে কাঠ পাচার করে আসছে। অবৈধ কাঠ বোঝায় গাড়িগুলো সবসময় বেপরোয়া গতিতে চলাচল করে। কাঠ বোঝায় প্রায় জীপ গাড়ি ও ট্রাকগুলোর বৈধ কাগজপত্র ও চালকের লাইসেন্স নেই। তারা প্রশাসনের ছত্রছায়ায় অবৈধ কাঠ পাচার করে আসছে। আর বনবিভাগ থেকে যেসব বাগানের উপর পারমিট দেওয়া হয় সেসব বাগানে সে পরিমাণ গাছ নেই৷ অতিরিক্ত পারমিট দিয়ে বিভিন্ন বাগানবাগিচা ও পাহাড় ন্যাড়া করছে৷ এতে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে।

নিহতের বিষয়ে বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: দিদারুল আলম বলেন, মোটর সাইকেল দূর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে।

এই ব্যাপারে এসআই কারিমুজ্জামান বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here