প্রচন্ড ঝড়ের বাতাসে রাঙামাটি শহরের ফিসারী ঘাট বাধের সড়কে গাছ ভেঙে পড়ে।

0
75

রাঙামাটি প্রতিনিধি;

হিল নিউজ বিডি.কম- শনিবার সন্ধ্যা রাঙামাটি জেলায় ও জেলা শহরে হঠাৎ শুরু হয় ভারী বর্ষণও বাতাস। শহরের ফিশারিঘাট বাধের সড়কে গাছ ভেঙে পড়ার কারণে এতে দুই পাশের যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাঙামাটি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ও স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের জোর চেষ্টায় সড়ক থেকে গাছ সরাতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা। বর্তমানে সড়কের যান বাহন চলাচল শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here