রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক স্থানীয়দের সেলাই মেশিন, আর্থিক অনুদান এবং শীতবস্ত্র প্রদান।

0
43

অদ্য ৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০১টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ০২ বান ঢেউ টিন, শীতার্তদের জন্য ৩০০ কম্বল শীতবস্ত্র, মসজিদের উন্নয়নকল্পে সহায়তা প্রদান এবং চিকিৎসার জন্য ৪০,০০০.০০ হাজার টাকা মানবিক সহায়তার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতি, উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here