রাঙ্গামাটি সেনা জোন কর্তৃক সুবিধা বঞ্চিত জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান।

0
45



রাঙ্গামাটি সদর জোন (১১ বেঙ্গল) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে রাঙ্গামটি সদর জোন এর শুভলং আর্মি ক্যাম্প কর্তৃক কোরাছড়ি পাড়াকেন্দ্র এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপি পরিচালনা করা হয়। যার মাধ্যমে সর্বমোট ২৪০ জন অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে।

এখানে উল্লেখ্য যে, উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙ্গামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার, মেডিকেল সদস্য এবং শুভলং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন।

এসময় রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন এর জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here