কুমিল্লায় গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেফতার-২

0
81

বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় সাতপাড়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে মামলা করা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূ ওই গ্রামের আবুল কাশেম ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।

১০ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় বড় সাতপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আজিজুল হক, ফজলুল হকের ছেলে তৌহিদ, সোহাগসহ আরও কয়েকজন তাকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

এ ব্যাপারে দাউদকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ পেয়ে অবিযান চালিয়ে ২জনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here