নানিয়ারচর জোন কর্তৃক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

0
52

অদ্য ২৩ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১-৩০ ঘটিকায় নানিয়ারচর জোন কর্তৃক দূর্গম এলাকা জুরাপ্পাপাড়ায় অবস্থিত আলোকিত তৈন্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি উক্ত এলাকার গরীব অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জোন কমান্ডার, লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি নানিয়ারচর জোন উক্ত স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, খাতা-কলম এবং পেন্সিল) বিতরণের পাশাপাশি সকল শিক্ষক-শিক্ষিকা, মেম্বার, হেডম্যান এবং কারবারীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেন।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এই মানবিক কর্মকান্ড স্থানীয় জনসাধারণের নিকট অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা অর্জন করে। নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে স্কুল ছাত্র-ছাত্রী এবং জনসাধারনের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বদা নিরলসভাবে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here