মানবতার সেবায় নিয়োজিত সিন্দুকছড়ি জোন।

0
128

পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের জন্য ঢেউটিন, চারশত ফ্যামিলির পানির সমস্যা সমাধানের জন্য জেনারেটর, দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন, গুইমারা প্রেসক্লাবের জন্য সোলার প্যানেল, গরীব ছাত্র-ছাত্রীদের বই এবং আর্থিক সহায়তা, বাচ্চাদের খেলাধুলার সামগ্রী প্রদানসহ বিভিন্ন আত্ম-মানবিকতার উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়ছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গতকাল ৬ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ঘটিকায় সিন্দুকছড়ি জোন এর উদ্যোগে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার মেঘ মনি ভক্ত সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে অষ্ট প্রহরব্যাপি মহানামযগ্গ ও মহোৎসব ২০২৩ উপলক্ষে নগদ ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সুবিধাপ্রাপ্ত এলাকাবাসী আর্থিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

উক্ত সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডারসহ জোনের অন্যান্য অফিসার বৃন্দ।

জোন কমান্ডার বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষে দুর্গম পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যানার্থে সকল কার্যক্রমে সিন্দুকছড়ি জোন পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। এছাড়াও সকলকে শিক্ষা স্বাস্থ্য মানবিক কাজের আগ্রহী হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে জোনের এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here