চট্টগ্রামে দ্বিতীয়বারের মত বৈঠক বসছে ফাগুন মেলার।

0
162

চট্টগ্রামে দ্বিতীয়বারের মত শুধুমাত্র দেশীয় পন্য নিয়ে আয়োজন করা হয়েছে বৈঠক’ শিরোনামে ফাগুন মেলা। গতবছর এপ্রিল মাসে প্রথমবার এই বৈঠক শিরোনামে এক্সিবিশনের আয়োজন করেছিলেন চট্টগ্রামের দেশীয় পন্য নিয়ে কাজ করেন এমন কয়েকজন নারী উদ্যোক্তা। এবারও পহেলা ফাল্গুনকে সামনে রেখে তারা এই আয়োজন করেছেন।পোশাক নিয়ে আছে “মৌরিতা”, গহনা নিয়ে আছে “মাদুর”, বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে আছে “বিচিত্রা”,। এছাড়া থাকবে বিভিন্ন দেশীয় খাবার। এক্সিবিশনটা হচ্ছে দক্ষিণ খুলশিতে। কোন রেস্টুরেন্ট বা কনভেনশন হলে নয়। তারা এই এক্সিবিশনের আয়োজন করেছেন নিজেদের বাসায়, আয়োজকদের ভাষ্যমতে, তারা যেহেতু সবাই অনলাইন মাধ্যমে কাজ করে ক্রেতার সাথে তাদের সরাসরি কথা হওয়ার সুযোগ হয়না। ক্রেতাদেরও শুধু ছবি দেখেই সিদ্ধান্ত নিতে হয়। তাই তাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ এর জন্য এই আয়োজন। আর এই দেখা সাক্ষাৎ পর্বটা তারা ঘরোয়া আমেজে করতে চেয়েছেন। এতে একটা আন্তরিকতা থাকবে যেটা প্রচলিত মেলাতে সম্ভব নয়। আবার শুধুমাত্র দেশীয় পন্য নিয়ে কোন মেলা হয়নি এখনো চট্টগ্রামে। ক্রেতার সাথে আস্থার সম্পর্ক সৃষ্টি তথা দেশীয় পণ্যের প্রচারে এই ভিন্নধর্মী আয়োজন বৈঠক। এখানে অতিথি আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। নাস্তায় স্থান পেয়েছে গনি বেকারীর বেলা বিস্কুট। আয়োজকরা বলেন – যেকোন উৎসব ও আনুষ্ঠানিকতায় আমাদের দেশীয় পন্যের ব্যবহার বাড়াতে হবে। এভাবেই হবে আমার ঐতিহ্যের প্রচার ও প্রসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here