ইউপিডিএফ পূর্ণস্বায়ত্তশাসনের স্বপ্ন দেখিয়ে পাহাড়ে চাঁদাবাজি করছে।

0
67

অদ্য ১০ মার্চ ২০২৩ খ্রিঃ পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবসে উপলক্ষে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত মূলদল ঘরোয়া সভার আয়োজন করে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার বেশ কিছু স্থানে। স্কুলের কোমলমতি ছেলেমেয়েদের জোরপূর্বক ঘরোয়া সভায় আসতে বাধ্য করে বলে অভিযোগ রয়েছে।

১৯৯৭ সালের ১০ মার্চ পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠীর সহযোগী তথাকথিত তিন সংগঠন পাহাড়ি গণপরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন কর্তৃক ‘পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন’ দিবসের তাৎপর্য তুলে ধরে ঘরোয়া সভার আয়োজন করে।

এসময় কোমলমতি ছেলেমেয়েদের পূর্ণস্বায়ত্তশাসন দাবি আদায় আন্দোলন বেগবান করার কথা বলে ইউপিডিএফ এ যোগদান করতে প্রলোভন দেখায়। ইউপিডিএফ পূর্ণস্বায়ত্তশাসন দাবি রেখে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর আত্মপ্রকাশ করলেও চাঁদাবাজি, অপহরণ ও খুন-গুম করে পাহাড়ে সন্ত্রাসবাদ কায়েম করছে। সাধারণ মানুষদের পূর্ণস্বায়ত্তশাসন এর কথা বলে আজ ২৫টি বছর ইউপিডিএফ পাহাড়ে লাশ ছাড়া আর কী দিতে পেরেছে। ইউপিডিএফ এর এই ভাঁওতাবাজি বুঝে গেছে পাহাড়ের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here