একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ‘পিসিসিপি’ বান্দরবান।

0
43

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল রানা, ছাত্র পরিষদ নেতা জমির উদ্দিন ও তানভীর হোসেন ইমন সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নবীনদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক বই পড়ার পাশাপাশি অন্যান্য বইও পড়বে। জীবনকে উপলব্ধি করবে। পরিবার, সমাজ ও দেশকে ভালোবাসবে।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের সামনে তুলে ধরে বলেন পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক ইতিহাস, ঐতিহ্য, সমস্যা ও বাস্তবতা তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here