খাগড়াছড়ি মহালছড়ি জোন কর্তৃক ইউপিডিএফ মূল (প্রসিত) দলের সন্ত্রাসী অস্ত্রসহ আটক।

0
38

অদ্য ০২ মে ২০২৩ খ্রিস্টাব্দে মহালছড়ি জোন কর্তৃক ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা (৩০) নামক ইউপিডিএফ (মূল) দলের এক সন্ত্রাসীকে আটক করা হয়। উক্ত সন্ত্রাসী মহালছড়ি উপজেলার দাঁতকুপিয়া এলাকার মৃত মহনি মহন চাকমার সন্তান।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (০২ মে ২০২৩) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের আওতাধীন সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় একটি টহল দল উক্ত সন্ত্রাসীকে আটক করে।

এ সফল অভিযানে তার কাছে পাওয়া গেছে , একটি এলজি, চাঁদা আদায়ের রশিদ ও ০২ রাউন্ড এ‍্যামুনেশন, মোবাইল ও নগদ টাকা।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসান খান জানান, সন্ত্রাসী ধনমনি চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে অতিসত্বর কারাগারে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here