রুমাতে সাংবাদিক ও কেএনএফ এর সোর্স সন্দেহে আটক এক।

0
125

আজ শুক্রবার ১৯-শে মে ২০২৩ খ্রিস্টাব্দে বান্দরবান জেলার রুমা উপজেলার রুমা বাজার হতে লোঙ্গা খুমী নামের এক কেএনএফ বিচ্ছিন্নতাবাদীদের সোর্স সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ২৮ বীর এর নের্তৃত্বে তাকে আটক করে পরবর্তীতে রুমা থানায় হস্তান্তর করা হয়।

১০ নম্বর সিরিয়ালে লোঙ্গা খুমির নাম রয়েছে

উক্ত সাংবাদিক দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ‍্যমে কেএনএফ কে সাপোর্ট করে তাদের পেইজে লাইক, কমেন্টস করে আসছিল, সে কেএনএফের পুর্বসংগঠন কেএনডিইউ এর একজন সদস‍্য হিসাবে সক্রিয় ছিল।
রুমা থানার মামলা নাম্বার ১ও ৩ নং মামলায় উক্ত সাংবাদিক কে গ্রেফতার দেখিয়ে বান্দরবান কোর্টে প্রেরণ করা হবে।

উক্ত সাংবাদিক ৬ টি জাতি, খুমী, খিয়াং,লুসাই, ম্রো,তঞ্চগ‍্যা, পাংখোয়া উপজাতিদের বিভিন্নভাবে অধিকার আদায়ের কথা বলে সর্বদা কেএনএফের সাথে একত্ততা প্রকাশ করে আসছিল বলে সূত্র জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here