কাউখালী ঘিলাছড়ি মদপান করে বাঙ্গালী কে গালিগালাজ, জবাবে বাঙ্গালীর হামলা

0
45

||নিজেস্ব প্রতিনিধি||

কাউখালী ঘিলাছড়ি মদপান করে বাঙ্গালী জাতি কে গালিগালাজ করে এক উপজাতি, জবাবে বাঙ্গালী চায়ের কাপ মেরে কান ও মাথা ফাটিয়ে দিয়েছে ওই উপজাতির।

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ঘিলাছড়ি আনচার ক্যাম্প সংলগ্ন চায়ের দোকানে ওই এলাকার উপজাতি স্নেহ কুমার চাকমার পুত্র কৃপন চাকমা অতিরিক্ত মদপান করে বাঙ্গালী জাতিকে উদ্দেশ্য করে গালিগালাজ করে৷ তখন ঘিলাছড়ি বাঙ্গালী পাড়ার বিল্লাল হোসেন (৫৫) কৃপন চাকমা কে চা খাওয়া অবস্থায় রাগের মাথায় চায়ের কাপ মারে। এতে চায়ের কাপ পড়ে কৃপন চাকমার কান ও মাথা ফেটে যায়, এবং প্রচুর রক্তক্ষরণ হয়৷ দ্রুত কাউখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কৃপন চাকমা কে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান৷

ঘটনার পর থেকে উপজাতি-বাঙ্গালী উক্ত এলাকায় আতংকে রয়েছে এবং পরিস্থিতি থমথমে বিরাজ করছে৷

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় সেইজন্যই উপজাতীয় গ্রাম কার্বারী চিত্তরঞ্জন চাকমা ও বাঙ্গালী আওয়ামীলীগ নেতা মোঃ মজিব ঘটনা সমাধান করে নিবেন বলে এমনই জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here