বাজার বয়কট ও অবরোধ কর্মসূচির ঘোষণা -ইউপিডিএফ

0
51

হিল নিউজ বিডি- ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে আগামীকাল রবিবার পানছড়ি বাজার বয়কট ও সোমবার উপজেলায় অর্ধদিবস সড়ক অবরোধ পালন করবে। 

সংবাদ মাধ্যমে দেয়া পৃথক এক বিবৃতিতে ইউপিডিএফের পানছড়ি থানা ইউনিটের সংগঠক রূপায়ন চাকমা দু’দিনের এই কর্মসূচি ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, পরেশ ত্রিপুরাকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে আগামীকাল ১২ জানুয়ারি রবিবার পানছড়ি বাজার বয়কট ও পরদিন অর্থাৎ ১৩ জানুয়ারি সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পযন্ত আধা বেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছে, খাগড়াছড়ি ইউনিটের ইউপিডিএফ সংগঠক অনি চাকমা।

গতকাল ১০ ডিসেম্বর রাত সাড়ে আটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে পরেশ ত্রিপুরা গুলিবর্ষণ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই নিহত হয় পরেশ ত্রিপুরা। এমনটি দাবি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here