গুইমারা খাদ্য গুদামের অনিয়ম, ১৫ মেঃ টন চাউল বাজারে বিক্রির সময় সেনাটহলের হাতে আটক!

0

প্রেস রিলিজ-

গোপন সংবাদের ভিত্তিতে গত- ১৬ ই জুন, ২০২১ খ্রিঃ সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি টহল দল মা‌নিকছ‌ড়ি বাজার সংলগ্ন মা‌হি অ‌টো রাইচ মি‌ল গেইট থেকে ১৫ মেঃ টন (৩০ কেজি x ৫০০ বস্তা) চাউল ভর্তি একটি ট্রাক নং চট্টমেট্রো ট-১৮-৪২৭৯ আটক করেন। জানা যায় যে, ট্রাকটি গুইমারা উপজেলা গুদাম হতে জালিয়াপাড়া গুচ্ছগ্রামের রেশন কার্ডের চাউল যা বৈধ কাগজপত্র ছাড়াই মানিকছড়ি বাজারে বিক্রি করার জন্য গমন করছিল। চাউল ব্যবসায়ী মোঃ শফিউল্লাহ (৮৫) পিতা মোঃ আব্দুল বাসার জালিয়াপাড়া, গুইমারা, খাগড়াছড়ি, নিরাপত্তা বাহিনীর নিকট ভূয়া কাগজপত্র উপস্থাপন করে চালের বৈধতা প্রমাণ করতে ব্যার্থ হলে তিনি পুনরায় বলেন, প্রজেক্ট চেয়ারম্যানের নিকট হতে ১৫ মেঃ টন চাউল ক্রয় করেছেন, এবং পরবর্তীতে মাহি অটো রাইস মিল, মানিকছড়ি-এর নিকট বিক্রয় করেছেন। অদ্যবধি তিনি কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে সক্ষম হননি। এছাড়াও গোয়েন্দা সূত্রে জানা যায় যে, গুইমারা উপজেলা খাদ্য গুদামে চাল ও গমের স্থীতির গরমিল রয়েছে।

নিরাপত্তা বাহিনী খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন গুইমারা উপজেলার সাথে যোগাযোগ করলে তিনি বলেন যে, উক্ত খাদ্য গুদাম হতে কোন ধরনের চাউল বিক্রি করা হয়নি। পরবর্তীতে গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তুষার আহমেদ-এর সাথে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি অবগত নন বলে জানান। এ বিষয়ে স্থানীয় জনগন ও জনপ্রতিনিধি জেলা প্রসাশকের সরাসরি হস্তক্ষেপে সুষ্ট তদন্তের মাধ্যমে কার্যকরী ব্যাবস্থা গ্রহনের দাবী জানান ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More