রামগড় থেকে চালকসহ ৩ বাঙ্গালীকে অপহরণ করেছে বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ।

0

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় চাঁদার দাবীতে বনবীথি ও মধুপুর এলাকা থেকে দু’টি কাভার্ড ভ্যান ও দু’টি পিকআপ গাড়ীর ৩ জন চালক-হেলপারকে অপহরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে দিবাগত রাত্রে এই অপহরণের ঘটনা ঘটনায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসী প্রসীত বিকাশ খীসার মূলদল।

স্থানীয় সূত্র গুলো জানায়, এ সড়কে চলাচলরত যানবাহন থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করে আসছে সন্ত্রাসী গ্রুপটি। মোটা অংকের চাঁদা দিতে ব্যর্থ হলে মারধর, গাড়িতে আগুন এবং অপহরণের ঘটনা সংঘটিত করে।

বিগত কয়েকবছরে ১৭টি যানবাহন চাঁদার জন্য আগুন দিয়েছে এবং মোট ৯ জনকে অপহরণ করেছে। এর মধ্যে ৬ জন মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে বাকিদের কোন সন্ধান পাওয়া যায়নি।

এ সড়কে প্রায়সময়, চাঁদাবাজি, অপহরণ এবং নাশকতামূলক ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখেনি বলে অভিযোগ করেন, মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

উক্ত এলাকায় সেনা ক্যাম্প না থাকায় অপহৃতদের উদ্ধারে বিশেষ তৎপরতা নেই। বিজিবি ও পুলিশের যৌথ দল উদ্ধার অভিযান চালালেও আশানুরূপ কিছু নেই। স্থানীয় অধিবাসীরা উক্ত এলাকায় পাহাড়ি-বাঙ্গালীদের নিরাপত্তা নিশ্চিতে সেনাক্যাম্প মোতায়েন করার দাবি জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More