বরকল থেকে ৮টি অস্ত্র সহ ৫ উপজাতি সন্ত্রাসী আটক।

0

রহিম বাদশাহ, বরকল

গতকাল ৫ অক্টোবর, সকাল সাড়ে ৮ঘটিকায় বিজিবি’র হাতে আটক হওয়া ৫ উপজাতি সন্ত্রাসীকে জিজ্ঞেসাবাদে তারা জানান, তাদের গোপন আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। মূলত এইজন্যই তাদের নিয়ে বিজিবি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অদ্য ( বুধবার) ০৬ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দে তারিখ ৬:৩০ ঘটিকায় বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি )-এর সহকারী পরিচালক বিজিডিও ব্যাটাঃ সদর হতে ০৭ জন , এবং ঘনমোড় সিআইও ক্যাম্প হতে ১৩ জন মোট ২০ জনের একটি বি-টাইপ টহল ( উপ অধিনায়ক ১২ বিজিবি )-এর নেতৃত্বে রাজনগর ব্যাটাঃ ( ৩৭ বিজিবি ) আওতাধীন পোকশা পাড়া সিআইও ক্যাম্প আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত জন্য ২ × স্পিড বোট যোগে গমন করেন।

এসময় গোপন আস্তানার স্থানগুলোতে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ৮টি অস্ত্র উদ্ধার করে। সন্ত্রাসীরা দাবি করে ৮টি অস্ত্রের মধ্যে ৪টি অস্ত্র বৈধ লাইসেন্সকৃত আর বাকি ৪টি অস্ত্র অবৈধ।

এছাড়াও গতকাল ৫ অক্টোবর, বড় হরিণা বিওপি হতে ১০০ গজ পশ্চিমে কর্ণফুলি নদীর চেক্ট পোস্টে এ নৌকা তল্লাশী করে সট গানের গুলি ২০ রাউন্ড কার্তুজ , (প্রস্তুতকারক ভারত) পয়েন্ট ২২ বোরের খালি খোসা ১০ টি , পটাসিয়াম ০১ প্যাকেট, টেস্টিং সল্ট ০৩ প্যাকেট, মোবাইল ০৪ টি, নেপালের বুট ডিএমএস ০২ জোড়া উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন-
( ১ ) থানচুয়াল পাংকুয়া (১৬) পিতা: থানময় পাংকুয়া, গ্রাম: কালামবাগ।

(২) অংপুইয়া পাংকুয়া (৩৮) পিতা: মৃত বান্দহিল পাংকুয়া, গ্রাম: সাইচল পাড়া।

(৩) আদি পাংকুয়া (১৬) পিতা: মৃত সাংলাল পাংকুয়া, গ্রাম: হালামবা।

(৪) নাম: লাললম সাং পাংকুয়া (২৫) পিতা: সুমা পাংকুয়া, গ্রাম: হালামবা।

(৫ ) নাম: এলবিট পাংকুয়া (২০) পিতা: লালচুং পাংকুয়া, গ্রাম: হালামবা।

আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা প্রতিক্রিয়াধীন বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More