ভারত চাইছে পার্বত্য চট্টগ্রাম তাদের দখলে নিতে- CHT-Jummaland পেইজের এডমিন স্বীকারোক্তি

0
212
CHT-Jummaland ফেসবুক পেইজের প্রোফাইল কপি

পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা প্রসঙ্গ নিয়ে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সম্প্রদায়ের লেখক ও  CHT-Jummaland  ফেসবুক পেইজের এডমিন মঙ্গলবার রাত ৯ টা ৫০ মিনিটের সময়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। যা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে উপজাতীয় বাঙালি সম্প্রদায়ের লোকজন স্ট্যাটাসের প্রসঙ্গ টেনে ভারতের ভূমিকার সমালোচনা করেন।  CHT-Jummaland  ফেসবুক পেইজের স্ট্যাটাস/লেখার মাধ্যমে ভারতের বাংলাদেশ বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র  পরিষ্কার ভাবে উঠে এসেছে।

CHT-Jummaland  ফেসবুক পেইজের স্ট্যাটাসটি নিম্নে হুবাহুব তুলে ধরা হলো।

ভারত চাইছে পার্বত্য চট্টগ্রাম তাদের দখলে নিতে এই জন্য তারা পার্বত্য সসস্ত্র গ্রুপগুলোকে প্যাট্রনাইজ করছে। এই কথা কি মিথ্যে?

আমরা যদি বাংলাদেশ হতে বিচ্ছিন্ন কোন আলাদা রাষ্ট্র অর্জন করি তবে ভিন্ন রাষ্ট্রের গোলাম হতে নয়। জুম্ম জাতি তার ইতিহাস, ঐতিহ্য অনুযায়ী চলবে ভারতীয় আগ্রাসনে নয়। আমাদের কাছে ভারতীয় আগ্রাসন অপেক্ষা বাংলাদেশী নির্যাতন বেটার। পৃথিবীর বুকে স্বার্থপর, হিংসুটে রাষ্ট্র যদি জরিপ করা হয় তাহলে ভারত হবে বিশ্বে ১ নম্বর। সেই হিংসুটে ভারতীয় আগ্রাসন কখনোই জুম্ম জাতি কামনা করেনা।

নিচে  স্ট্যাটাসটির স্কিন কপিও পোষ্ট লিংক সংযুক্ত করা হলো।

https://www.facebook.com/750613141685788/posts/1914101345336956/

আগের পোস্ট২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ অক্টোবর
পরের পোস্টভূমি অফিস হচ্ছে পার্বত্যঞ্চলের তিন জেলার ১০টি উপজেলায়

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন