আইলাইফের জেড এয়ার ১৪ ল্যাপটপ বাজারে

0
119
জেডএয়ার ল্যাপটপ।

 

 

 

অনলাইন ডেস্ক

 

জেডএয়ার ল্যাপটপ।

মার্কিন প্রযুক্তিপণ্য ব্র্যান্ড আইলাইফের জেড এয়ার ১৪ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। নতুন ল্যাপটপে আসল উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটি শিক্ষার্থীদের পাশাপাশি অফিস ও ব্যক্তিগত কাজের উপযোগী।

জেড এয়ার ১৪ মডেলের ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ইন্টেল কোয়াড কোর প্রসেসর, ২ জিবি ডিডি আর থ্রি র‍্যাম ও ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ। প্রয়োজনে এতে বাড়তি হার্ডডিস্ক বাড়ানো ও এক্সটার্নাল ড্রাইভ ব্যবহার করা যায়। এর ব্যাটারি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

১.৫৩ কেজি ওজনের ল্যাপটপটিতে ফিচার হিসেবে ওয়াইফাই কানেকটিভিটি, ২টি ইউএসবি পোর্ট টু, মাইক্রোএইচ ডি এম আই ও এসডি কার্ড পোর্ট রয়েছে। দেশের বিভিন্ন কম্পিউটার বাজার ও অনলাইনে পিকাবু, দারাজ ও আজকের ডিলে পাওয়া যাবে। ল্যাপটপের দাম ১৬ হাজার ৫০০ টাকা।

আগের পোস্টএল নতুন মেসেজিং অ্যাপ ইয়াহু টুগেদার
পরের পোস্টইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন