অনলাইন ডেস্ক
মার্কিন প্রযুক্তিপণ্য ব্র্যান্ড আইলাইফের জেড এয়ার ১৪ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। নতুন ল্যাপটপে আসল উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটি শিক্ষার্থীদের পাশাপাশি অফিস ও ব্যক্তিগত কাজের উপযোগী।
জেড এয়ার ১৪ মডেলের ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ইন্টেল কোয়াড কোর প্রসেসর, ২ জিবি ডিডি আর থ্রি র্যাম ও ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ। প্রয়োজনে এতে বাড়তি হার্ডডিস্ক বাড়ানো ও এক্সটার্নাল ড্রাইভ ব্যবহার করা যায়। এর ব্যাটারি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার।
১.৫৩ কেজি ওজনের ল্যাপটপটিতে ফিচার হিসেবে ওয়াইফাই কানেকটিভিটি, ২টি ইউএসবি পোর্ট টু, মাইক্রোএইচ ডি এম আই ও এসডি কার্ড পোর্ট রয়েছে। দেশের বিভিন্ন কম্পিউটার বাজার ও অনলাইনে পিকাবু, দারাজ ও আজকের ডিলে পাওয়া যাবে। ল্যাপটপের দাম ১৬ হাজার ৫০০ টাকা।