খাগড়াছড়ি দীঘিনালায় ইউপিডিএফের ব্রাশ ফায়ারে জেএসএস (এমএন) গ্রুপের কর্মী নিহত।

0
122

||নিজেস্ব প্রতিনিধি||

হিল নিউজ বিডি-ইউপিডিএফ সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (এমএন) এর এককর্মীকে হত্যা করা হয়েছে। রোববার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬-৪৫ মিনিট এর সময় পার্বত্য খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলাধীন ইয়ারাংছড়িতে এই হত্যাকান্ড সংঘটিত করে সন্ত্রাসীরা। নিহতের নাম মঞ্জু চাকমা (৩০)। পিতা: মহেন্দ্র লাল চাকমা।

নিহত মঞ্জু চাকমা সংস্কারপন্থী জেএসএস এমএন গ্রুপ এর যুব সমিতির সক্রিয় সদস্য উল্লেখ করে সংগঠনটির পক্ষ থেকে এই ঘটনায় প্রসিত গ্রুপের নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ি করা হয়েছে।

অপরদিকে ইউপিডিএফর এর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে নিজেদের অর্ন্তকোন্দলে নির্মম এই হত্যাকান্ড করেছে বলে জানানো হয়েছে।

এদিকে ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারে দিঘীনালা সেনা জোনের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানাগেছে, বাসা থেকে বের হয়ে ইয়ারাংছড়ির শিমুলতলীস্থ স্থানীয় বাজারে আসার সময় একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী মঞ্জু চাকমার পথরোধ করে ব্রাশ ফায়ার করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

আগের পোস্টরাঙামাটি ক্রীড়া সংস্থার অসচেতনতা, সিসি ক্যামেরার ব্যবস্থা না করাতে চুরির ঘটনা সম্ভব হয়েছে
পরের পোস্ট৮২ হাজার উপজাতি পরিবারকে অবৈধ ভাবে পুর্নবাসনের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন- PNP-PBCP

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন