৮২ হাজার উপজাতি পরিবারকে অবৈধ ভাবে পুর্নবাসনের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন- PNP-PBCP

0
151

 


হিল নিউজ বিডি রিপোর্ট- পার্বত্য চট্টগ্রাম ট্রাস্কফোর্স কর্তৃক ৮২ হাজার উপজাতি পরিবারকে অবৈধভাবে পুর্নবাসনের সিদ্ধান্তের প্রতিবাদে ও গুচ্ছগ্রামের বসবাসকারী লক্ষাধিক বাঙালি পরিবারকে পুর্নবাসন এর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাব চত্বর সোমবার (৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ছাত্রনেতা ইব্রাহিম মনির। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি ফয়েজ আহমেদ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আগের পোস্টখাগড়াছড়ি দীঘিনালায় ইউপিডিএফের ব্রাশ ফায়ারে জেএসএস (এমএন) গ্রুপের কর্মী নিহত।
পরের পোস্টবেকিং- কারও কাছে ৫ গ্রামের বেশি ইয়াবা (এমফিটামিন) থাকলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন