খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা সেনাবাহিনীর কাছে অস্ত্র সহ আত্মসমপর্ণ করেছে।

0
118

 

 

আনন্দ চাকমা ইউপিডিএফ প্রসিত গ্রুপের নানিয়ারচর সার্কেল এর পোষ্ট পরিচালক ছিলেন। বৃহস্পতিবার রাতে মহালছড়ি জোনের সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে। তার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা।

আনন্দ চাকমা জানান, ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের কাছে একে-৪৭, এসএমজি, চাইনিজ রাইফেল, এলএমজি, একাশি ও এম-১৬ মতো বিপুল ভারী আগ্নেয়াস্ত্র রয়েছে। দেশ বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর গোপন তথ্য ফাঁস।

আগের পোস্টপানছড়ি আওয়ামীলীগের সভাপতির ও তার গাড়িবহরে হামলা করেছে ইউপিডিএফ
পরের পোস্টপানছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদের উপর গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন