বান্দরবানে আওয়ামীলীগকে সমর্থন করায় অংক্য চিং মারমাকে গুলি করেছে জেএসএস!

0
99

||নিজেস্ব প্রতিনিধি||

হিল নিউজ বিডি- বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা সাবেক নেতা অংক্য চিং মারমা (৫০) কে মাথায় গুলি করেছে। গতকাল রবিবার ১৪ এপ্রিল রাতে ১১ টার দিকে রাজবিলা এলাকায় তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ অংক্য চিং মারমা রাজবিলা ইউনিয়নে জনসংহতি সমিতির (জেএসএস) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস-মুল) এর রাজনীতি থেকে বের হয়ে আওয়ামীলীগকে সমর্থন করায় জেএসএস মূল তার উপর গুলিবর্ষণ করেছে। ঘটনার পর থেকে এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্কতা বিরাজ করছে।

গুলিবিদ্ধ নেতার ছেলে বাবুল মারমা বলেন, কে বা কারা আমার বাবাকে বাসায় এসে গুলি করেছে তা বলতে পারি না। আমার বাবা মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে প্রচুর রক্ত গেছে, বর্তমানে সংকটময় অবস্থায় মেডিকেলে আছেন।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, রাতে কে বা কারা অংক্যচিং মারমাকে তার ঘরে গুলি করে। ঘটনার পর সেখানে রাজবিলা ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

আগের পোস্টচবি ছাত্রী ডালিয়া চাকমা সন্ত্রাসী কর্তৃক অপহৃত হননি!!
পরের পোস্টরাঙ্গামাটি রিজার্ভ বাজার গ্রীনহিল হোটেলে এক মহিলা মেম্বারকে ধর্ষণের অভিযোগ স্বজাতির বিরুদ্ধে

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন