এক হাজার টাকা হাওলাত না দেওয়ার কারণে কুপিয়ে রক্তাক্ত করলো স্বজাতি প্রশিক্ষণ চাকমাকে

0
144

রাঙ্গামাটি কাউখালীতে এক হাজার টাকা হাওলাত না দেওয়ার কারণে কুপিয়ে রক্তাক্ত করলো স্বজাতি প্রশিক্ষণ চাকমাকে।

রবিবার ১৯ মে সন্ধ্যা ৬টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার পুরান পোয়াপাড়া নামক স্থানে প্রতিবেশী এক উপজাতি অন্য স্বজাতি উপজাতিকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। স্থানীয় সূত্র মতে জানা যায়, ভানুরাম চাকমা পুত্র জাতীয় পার্টির কাউখালী উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক প্রশিক্ষণ চাকমা (৩৮),
ইউপিডিএফ প্রসিত গ্রুপের সমর্থক রবিন চাকমা (৩৪) পিতাঃ উজ্জল মণি চাকমা নিজ বাড়ীতে ডেকে নিয়ে ১০০০ টাকা খোজার পরে প্রশিক্ষণ চাকমা (৩৮) টাকা দিতে রাজি না হওয়ায় ইউপিডিএফ প্রসিত গ্রুপ সমর্থিত রবিন চাকমা (৩৪) তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এতে দা এর কোপে প্রশিক্ষন চাকমা (৩৮) এর ঘাড়ে দুটি কোপ লেগে প্রচুর কেটে রক্তপাত হয়।

পরবর্তীতে সন্ধ্যা ৬-৩০ ঘটিকায় স্থানীয় উপজাতীয় লোকজন আহত প্রশিক্ষণ চাকমাকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসেন বলে জানা যায়। বর্তমানে প্রশিক্ষন চাকমা (৩৮) কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।

আগের পোস্টরাঙামাটিতে বাঙ্গালী ছাত্র পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরের পোস্টপার্বত্যাঞ্চলে বনাঞ্চল পুনরায় ফিরিয়ে আনতে তিন জেলার বাহিরে কাঠ প্রেরন বন্ধ করা প্রয়োজন

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন