ডেঙ্গুতে ঢাকার বাইরে থামছে না প্রাণহানি। সকালে চট্টগ্রামে মারা গেছেন, বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমার।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
তিনি রুমা উপজেলা চেয়ারম্যান ও রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।
প্রথমে রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তার। এরপর গেল ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএইচসিআর’তে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।