কাউখালী ঘাগড়া হতে চোলাই মদ সহ ৪ জন আটক।

0
110

আরাফাত হোসেন, কাউখালী

কাউখালী ঘাগড়া আর্মি চেকপোস্টে চোলাই মদ সহ আটক ৪

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া কলাবাগানের মধ্যবর্তী স্থানে সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (জেসিও) এর নেতৃত্বে চট্টগ্রাম থ-১৩০৮৩০ তল্লাশী করে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ২৫ শে ডিসেম্বর ( শুক্রবার) রাত ৮টার সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ এমএল পরিমাণের মদ ভর্তি ৮০টি বোতল সহ ৪ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন:
১. উচ্চমু মারমা, পিতাঃ সাহলহ, মাতাঃ মিনসুই হপু, কাপ্তাই উপজেলার বড়ইছড়ি উকিমারার বাসিন্দা।


২. অং মারমা, পিতাঃ চিৎসং মারমা,
মাতাঃ অং মারমা, কাপ্তাই উপজেলার বড়ইছড়ি উকিমারার বাসিন্দা।


৩. মনো বড়ুয়া, পিতাঃ দেবাশীষ বড়ুয়া, মাতাঃ মায়া বড়ুয়া, কাউখালী উপজেলার ঘাগড়ার বাসিন্দা।

৪.সেন কিও, পিতাঃ মউবাঅ, মাতাঃ মামাচি,
কাউখালী উপজেলার ঘাগড়ার বাসিন্দা।

প্রতিবেদন লেখা পর্যন্ত মদ সহ আটকৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়নি তারা এখনও ঘাগড়া সেনাবাহিনীর হেফাজতে আছে বলে জানা যায়৷

আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাউখালী থানার পুলিশ। পুলিশ সূত্র আরো জানায় সেনাবাহিনী আমাদের হস্তান্তর করলে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে বলে জানান।

আগের পোস্টমিজোরামে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় উদ্বেগ।
পরের পোস্টনৃশংস ঘটনার সাক্ষী দেশ, ধর্ষণ করে ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হল তরুণীকে!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন