হিল নিউজ বিডি রিপোর্ট
বিজিবি-বিএসএফ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মিজোরাম রাজ্যের অভ্যন্তরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এই আস্তানাগুলো ধ্বংস করার জন্য অনুরোধ করা হয়।
ভারতের গুয়াহাটি অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলনে এই অনুরোধ জানানো হয়েছে। দুই বাহিনীর মহাপরিচালকের যৌথ প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিজিবির অনুরোধের জবাবে বিএসএফ মহাপরিচালক সন্ত্রাসের বিরুদ্ধে ভারত সরকারের ‘জিরো টলারেন্স নীতি’র কথা উল্লেখ করে বলেছেন, ওই সব আস্তানার (যদি থাকে) বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে ভারত পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় প্রসয়, অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ সহ ইন্ধন দিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র করে আসছে। এখন দেখার বিষয় বিজিবির দাবির প্রেক্ষিতে ভারত তাদের ভূখন্ডে সন্ত্রাসী কতটুক দমন করে।