রুইপাও ম্রোকে সাহায্যে এগিয়ে আসুন।

0
117

Reng hai mro- Fb

মেয়েটির নাম রুইপাও ম্রো। তার বাবা অনেক আগে মারা গিয়েছেন কোন এক দুর্ঘটনায়। মেয়েটি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে। হত-দরিদ্র ও আর্থিক দুর্বলতার কারণে তার আর লেখাপড়া করা হয়নি। বর্তমানে মেয়েটি তার মা, ভাইদের সাথে জুম চাষ করেন। Samudro Bela (সীমা তঞ্চঙ্গ্যা) দিদি পাঠানো 3ps কাপড় ২টি, 1ps কাপড় ২টি, 2ps কাপড় ২টি ও প্লাজুসহ হত-দরিদ্র পরিবারের কন্যা রুইপাও ম্রোকে মোট ১০টি কাপড় দেওয়া হয়।

গরীব অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে কাপড় উপহার দেয়ার জন্য “সীমা তঞ্চঙ্গ্যা” দিদিকে অসংখ্য ধন্যবাদ।
====➤
আপনারাও এগিয়ে আসুন, অসহায় ও হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।

গরীব অসহায় মানুষের জন্য কেউ শীতবস্ত্র বা কাপড় দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কেউ চাইলে নগদ অর্থ দিয়েও সাহায্য করতে পারেন। সেই টাকায় কেনা হবে হত-দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র।

যোগাযোগঃ 01869289556
নামঃ রেংহাই
থানচি উপজেলা, বান্দরবান জেলা।

ফেসবুক পোস্টের স্কিনশট

আগের পোস্টজয়পুরহাট থেকে জেএমবির সদস্য আটক।
পরের পোস্টআনুশকাকে হাসপাতালে নিয়ে গেলেন কোহলি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন