রাজভিলা জেএসএস সন্ত্রাসীরা সেনা অভিযান ঠেকাতে মাঠে উপজাতীয় ভয়ংকর সুন্দরী নারীদের ব্যবহার করছে।

0
122

 

সম্প্রতি চাঁদাবাজি, অপহরণ, স্বজাতি হত্যা সহ নানান অভিযোগের কারণে পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেএসএস-এর বিরুদ্ধে যৌথ অভিযানে নামে। তারই অংশ হিসেবে বান্দরবান ১নং রাজবিলা ইউনিয়নের তাইনখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে সেনাসদস্যের একটি টিম বেশকয়েকদিন ধরে অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর অভিযানে কোনঠাসা সন্ত্রাসী গোষ্ঠী জেএসএস৷ তাই অভিযান ঠেকাতে জেএসএস সন্তু পরিকল্পিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে কথিত ধর্ষণ অভিযোগ তুলেছে। জেএসএসের অভিযোগ গত ১৮ জানুয়ারী সোমবার দুপুর ১ টায় তাইনখালি পাড়া বাজার পাড়ায় ২৩ বছর বযসী এক মারমা নারীকে এক সেনাসদস্য বাড়িতে একা পেয়ে সাদা পোষাকে ঝাঁপিয়ে পড়ে ধর্ষণের চেষ্টা করে। যদিও স্থানীয় উপজাতীয় নেতৃত্বে শ্রেণীও বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা যায়, জেএসএসের কথিত ধর্ষণ অভিযোগ মিথ্যা বানোয়াট ও অপপ্রচার মাত্র। তারা সেনা অভিযানে টিকতে না পরে উদ্দেশেপ্রণোদীত ভাবে উপজাতীয় ভয়ংকর সুন্দরী নারীদের মাঠে নামিয়েছে। এ নিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে স্থানীয়রা। ধর্ষণ চেষ্টার মতো কোন ঘটনাই ঘটেনি রাজবিলা ইউনিয়নে।

আগের পোস্টউপজাতীয় সুন্দরী নারীদের সেনাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে অনাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে তৎপর সন্ত্রাসীরা।
পরের পোস্টকি করে সাহস হয় বান্দরবান রাজভিলার তাইনপাড়াতে সেনাদের জিপের উইন শেড ভেঙ্গে ফেলার?

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন