পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কি, কর্মপরিধি ও পরিষদ গঠন।

0
133

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন-১৯৯৮ (১৯৯৮ সনের ১২ নং আইন) অনুসারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। বিগত ২ ডিসেম্বর ১৯৯৭ সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে ২৭ মে ১৯৯৯ ইং তারিখে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে ২৭ মে ১৯৯৯ ইং তারিখে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

কর্মপরিধি:
(ক) পার্বত্য জেলা পরিষদের অধীনে পরিচালিত সকল উন্নয়ন কর্মকান্ডসহ উহাদের আওতাধীন এবং উহাদের উপর অর্পিত বিষয়াদি সার্বিক তত্বাবধান ও সমন্বয়:
(খ) পৌরসভাসহ স্থানীয় পরিষদসমুহ তত্ত্বাবধান ও সমন্বয় সাধন;
(গ) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর কার্যাবলীর সার্বিক তত্ত্বাবধান;
(ঘ) পার্বত্য জেলার সাধারন প্রশাসন, আইন শৃঙ্খলা ও উন্নয়নের তত্ত্বাবধান ও সমন্বয় সাধন;
(ঙ) উপজাতীয় রীতিনীতি, প্রথা ইত্যাদি এবং সামাজিক বিচার সমন্বয় ও তত্ত্বাবধান;
(চ) জাতীয় শিল্পনীতির সহিত সংগতি রাখিয়া পার্বত্য জেলাসমুহে ভারী শিল্প স্থাপনের লাইসেন্স প্রদান;
(ছ) দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম পরিচালনা এবং এনজিও কার্যাবলীর সমন্বয় সাধন;

পরিষদ এর গঠন :
১. শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা চেয়ারম্যান
২. শ্রী উষাতন তালুকদার, সদস্য
৩. শ্রী মংনুচিং মারমা, সদস্য
৪. শ্রী থৈপ্রচিং চৌধুরী, সদস্য
৫. শ্রীমতি মাধবীলতা চাকমা, সদস্য
৬. শ্রীমতি উনুপ্রু, সদস্য
৭. জনাব মো: ইউসুফ, সদস্য
৮. জনাব মো: জাফর আহমদ, সদস্য
৯. শ্রী গৌতম কুমার চাকমা, সদস্য
১০. শ্রী স্নেহকুমার চাকমা, সদস্য
১১. শ্রী কাজল কান্তি দাশ, সদস্য
১২. শ্রী সাধুরাম ত্রিপুরা, সদস্য
১৩. জনাব মো: শফিকুর রহমান, সদস্য
১৪. শ্রী লয়েল ডেভিড বম, সদস্য
১৫. শ্রী রক্তোৎপল ত্রিপুরা, সদস্য
১৬. বেগম রওশন আরা বেগম, সদস্য
১৭. শ্রী সুধাসিন্ধু খীসা, সদস্য
১৮. জনাব নুরুল আলম, সদস্য
১৯. জনাব মাহবুবুর রহমান, সদস্য
২০. শ্রী রূপায়ণ দেওয়ান, সদস্য
২১. ডা: নীলু কুমার তঞ্চঙ্গ্যা, সদস্য
২২. শ্রী কে এস মং মারমা, সদস্য
২৩. চেয়ারম্যান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (পদাধিকারবলে) সদস্য
২৪. চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (পদাধিকারবলে) সদস্য
২৫. চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (পদাধিকারবলে) সদস্য

উল্লেখ্য, ২ নং ক্রমিকে বর্ণিত সদস্য শ্রী উষাতন তালুকদার ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি বিগত ০৯/০১/২০১৪ খ্রি: তারিখে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্যপদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

উল্লেখ যে, বাংলাদেশের সংবিধানে আঞ্চলিকতার স্থান নেই। কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বাংলাদেশ সংবিধান বিরোধী। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় কোন আঞ্চলিক পরিষদ নেই। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্ত মোতাবেক অসাংবিধানিক ভাবে ৩ জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এবং বান্দরবান আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। এই পরিষদে একজন উপজাতীয় ব্যক্তিকে উপমন্ত্রী পদমর্যাদায় চেয়ারম্যান করা হয়েছে যা সংবিধানের সাথে সাংঘর্ষিক।

আগের পোস্টরাঙ্গামাটির সাপছড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় বাইক চালক নিহত।
পরের পোস্টপার্বত্য জেলা পরিষদের কব্জায় পুলিশ হস্তান্তর হলে বাঙ্গালীরা পাহাড়ে টিকে থাকতে পারবে না।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন