রাঙামাটি জেলার তথ্য।

0

১০টি উপজেলা, ১২টি থানা, ২টি পৌরসভা, ৫০টি ইউনিয়ন, ১৫৯টি মৌজা, ১৩৪৭টি গ্রাম ও ১টি সংসদীয় আসন নিয়ে জেলা গঠিত।

আয়তন : রাঙামাটি জেলার সর্বমোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার (২৩৬১.৪৫ বর্গ মাইল)। আয়তনের দিক থেকে রাঙামাটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা।

প্রতিষ্ঠাকাল : ২০ জুন ১৮৬০ খ্রি.

সংসদীয় আসন : ২৯৯ পার্বত্য রাঙামাটি

পোস্ট কোড : ৪৫০০

রাঙামাটি জেলায় মোট ১০টি উপজেলা রয়েছে। উপজেলা “প্রশাসনিক থানা” আওতাধীন এলাকাসমূহঃ

[01] রাঙামাটি সদর উপজেলা :
আয়তন : ৫৪৬.৪৯ বর্গ কিমি
থানা -১টি -কোতোয়ালি

পৌরসভা : ১টি, রাঙামাটি পৌরসভা
ইউনিয়ন : ৬ টি, যথা-
১. জীবতলী,
২. মগবান,
৩. সাপছড়ি,
৪. কুতুকছড়ি,
৫) বন্দুকভাঙা,
৬) বালুখালী।

[02]কাউখালী উপজেলা

আয়তন : ৩৩৯.২৯ বর্গ কিমি

থানা: কাউখালী
ইউনিয়ন : ৪টি, যথা-
১) বেতবুনিয়া,
২) ফটিকছড়ি,
৩) ঘাগড়া এবং
৪) কলমপতি

[03] কাপ্তাই উপজেলা-

আয়তন : ২৫৯ বর্গ কিমি

থানা : ২ টি ১) চন্দ্রঘোনা থানা-
ইউনিয়ন : ২টি, যথা-
১) চন্দ্রঘোনা এবং
২) রাইখালী

২) কাপ্তাই –
ইউনিয়ন ৩টি, যথা-
১) চিৎমরম,
২)কাপ্তাই এবং
৩) ওয়াগ্গা

[04]জুরাছড়ি উপজেলা-

আয়তন : ৬০৬.০৫ বর্গ কিমি

জুরাছড়ি_থানা-
ইউনিয়ন ৪টি, যথা-
১) জুরাছড়ি,
২) বনযোগীছড়া,
৩) মৈদং এবং
৪) দুমদুম্যা

[05] নানিয়ারচর উপজেলা –

আয়তন : ৩৯৩.৬৮ বর্গ কিমি

নানিয়ারচর_থানা-
ইউনিয়ন ৪টি:
১) সাবেক্ষ্যং,
২) নানিয়ারচর,
৩) বুড়িঘাট এবং
৪) ঘিলাছড়ি

[06]বরকল উপজেলা –

আয়তন : ৭৬০.৮৮ বর্গ কিমি

বরকল_থানা-
ইউনিয়ন ৫টি, যথা-
১) সুবলং,
২) বরকল,
৩) আইমাছড়া,
৪) ভূষণছড়া এবং
৫) বড় হরিণা

[07] বাঘাইছড়ি উপজেলা –

আয়তন : ১৯৩১. ২৮ বর্গ কিমি

থানা : ২ টি
১) বাঘাইছড় থানা
পৌরসভা ১টি: বাঘাইছড়ি পৌরসভা
ইউনিয়ন ৭টি, যথা
১) সারোয়াতলী,
২) খেদারমারা,
৩) বাঘাইছড়ি,
৪) মারিশ্যা,
৫) রূপকারী,
৬) বঙ্গলতলী এবং
৭) আমতলী

২) সাজেক থানা-

ইউনিয়ন ১টি, : সাজেক

[08]বিলাইছড়ি উপজেলা –

আয়তন : ৭৪৫.৯২ বর্গ কিমি

থানা : বিলাইছড়ি

ইউনিয়ন ৪টি, যথা-
১) বিলাইছড়ি,
২) কেংড়াছড়ি,
৩) ফারুয়া এবং
৪) বড়থলি

(09) রাজস্থলী উপজেলা –

আয়তন : ৫৪৬. ৪৯ বর্গ কিমি

রাজস্থলী_থানা-

আয়তন : ১৪৫.০৪ বর্গ কিমি

ইউনিয়ন ৩টি, যথা –
১) ঘিলাছড়ি,
২) গাইন্দ্যা এবং
৩) বাঙ্গালহালিয়া

(10) লংগদু উপজেলা –

আয়তন : ৩৮৮.৪৯ বর্গ কিমি

লংগদু_থানা-

ইউনিয়ন : ৭টি, যথা-
১) আটারকছড়া,
২) কালাপাকুজ্যা,
৩) গুলশাখালী,
৪) বগাচতর,
৫) ভাসান্যাদম,
৬) মাইনীমুখ এবং
৭) লংগদু

তথ্য সূত্র-Wikipedia

আগের পোস্টপাহাড়ের চরম বাস্তবতা উপলব্ধি করলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা!
পরের পোস্টফাইভ স্টার হোটেল নির্মাণ কাজ বাধাগ্রস্ত করতে সন্ত্রাসীরা সাধারণ ম্রোদের মাঠে নামিয়েছে!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন