রাঙামাটি জেলার তথ্য।

0

১০টি উপজেলা, ১২টি থানা, ২টি পৌরসভা, ৫০টি ইউনিয়ন, ১৫৯টি মৌজা, ১৩৪৭টি গ্রাম ও ১টি সংসদীয় আসন নিয়ে জেলা গঠিত।

আয়তন : রাঙামাটি জেলার সর্বমোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার (২৩৬১.৪৫ বর্গ মাইল)। আয়তনের দিক থেকে রাঙামাটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা।

প্রতিষ্ঠাকাল : ২০ জুন ১৮৬০ খ্রি.

সংসদীয় আসন : ২৯৯ পার্বত্য রাঙামাটি

পোস্ট কোড : ৪৫০০

রাঙামাটি জেলায় মোট ১০টি উপজেলা রয়েছে। উপজেলা “প্রশাসনিক থানা” আওতাধীন এলাকাসমূহঃ

[01] রাঙামাটি সদর উপজেলা :
আয়তন : ৫৪৬.৪৯ বর্গ কিমি
থানা -১টি -কোতোয়ালি

পৌরসভা : ১টি, রাঙামাটি পৌরসভা
ইউনিয়ন : ৬ টি, যথা-
১. জীবতলী,
২. মগবান,
৩. সাপছড়ি,
৪. কুতুকছড়ি,
৫) বন্দুকভাঙা,
৬) বালুখালী।

[02]কাউখালী উপজেলা

আয়তন : ৩৩৯.২৯ বর্গ কিমি

থানা: কাউখালী
ইউনিয়ন : ৪টি, যথা-
১) বেতবুনিয়া,
২) ফটিকছড়ি,
৩) ঘাগড়া এবং
৪) কলমপতি

[03] কাপ্তাই উপজেলা-

আয়তন : ২৫৯ বর্গ কিমি

থানা : ২ টি ১) চন্দ্রঘোনা থানা-
ইউনিয়ন : ২টি, যথা-
১) চন্দ্রঘোনা এবং
২) রাইখালী

২) কাপ্তাই –
ইউনিয়ন ৩টি, যথা-
১) চিৎমরম,
২)কাপ্তাই এবং
৩) ওয়াগ্গা

[04]জুরাছড়ি উপজেলা-

আয়তন : ৬০৬.০৫ বর্গ কিমি

জুরাছড়ি_থানা-
ইউনিয়ন ৪টি, যথা-
১) জুরাছড়ি,
২) বনযোগীছড়া,
৩) মৈদং এবং
৪) দুমদুম্যা

[05] নানিয়ারচর উপজেলা –

আয়তন : ৩৯৩.৬৮ বর্গ কিমি

নানিয়ারচর_থানা-
ইউনিয়ন ৪টি:
১) সাবেক্ষ্যং,
২) নানিয়ারচর,
৩) বুড়িঘাট এবং
৪) ঘিলাছড়ি

[06]বরকল উপজেলা –

আয়তন : ৭৬০.৮৮ বর্গ কিমি

বরকল_থানা-
ইউনিয়ন ৫টি, যথা-
১) সুবলং,
২) বরকল,
৩) আইমাছড়া,
৪) ভূষণছড়া এবং
৫) বড় হরিণা

[07] বাঘাইছড়ি উপজেলা –

আয়তন : ১৯৩১. ২৮ বর্গ কিমি

থানা : ২ টি
১) বাঘাইছড় থানা
পৌরসভা ১টি: বাঘাইছড়ি পৌরসভা
ইউনিয়ন ৭টি, যথা
১) সারোয়াতলী,
২) খেদারমারা,
৩) বাঘাইছড়ি,
৪) মারিশ্যা,
৫) রূপকারী,
৬) বঙ্গলতলী এবং
৭) আমতলী

২) সাজেক থানা-

ইউনিয়ন ১টি, : সাজেক

[08]বিলাইছড়ি উপজেলা –

আয়তন : ৭৪৫.৯২ বর্গ কিমি

থানা : বিলাইছড়ি

ইউনিয়ন ৪টি, যথা-
১) বিলাইছড়ি,
২) কেংড়াছড়ি,
৩) ফারুয়া এবং
৪) বড়থলি

(09) রাজস্থলী উপজেলা –

আয়তন : ৫৪৬. ৪৯ বর্গ কিমি

রাজস্থলী_থানা-

আয়তন : ১৪৫.০৪ বর্গ কিমি

ইউনিয়ন ৩টি, যথা –
১) ঘিলাছড়ি,
২) গাইন্দ্যা এবং
৩) বাঙ্গালহালিয়া

(10) লংগদু উপজেলা –

আয়তন : ৩৮৮.৪৯ বর্গ কিমি

লংগদু_থানা-

ইউনিয়ন : ৭টি, যথা-
১) আটারকছড়া,
২) কালাপাকুজ্যা,
৩) গুলশাখালী,
৪) বগাচতর,
৫) ভাসান্যাদম,
৬) মাইনীমুখ এবং
৭) লংগদু

তথ্য সূত্র-Wikipedia

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More