সেই শরণাংকর ভিক্ষুর আস্তানা থেকে পাওয়া গেলো বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র!

0
110

Jaglul Huda : রাঙ্গুনিয়া প্রতিনিধি।


রাঙ্গুনিয়ার বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থের’র আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া এলাকায় বৌদ্ধ বিহারের নামে বনবিভাগের কয়েকশো একর জায়গা দখল করে গড়ে তোলা “জ্ঞানশরণ মহারণ্য” নামে এই আস্তানা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি রাম দা, ৫টি ছুড়া, লোহার রড ১১টি, বেতের লাটি ১১টি, কোড়াবাড়ি ২টি, প্লাস ১টি। তবে এসময় কাউকে পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কি জানান, “গোপন সংবাদে খবর আসে জ্ঞানশরণ মহারণ্যে নানা ধরণের অস্ত্র মজুদ রয়েছে। খবর পেয়ে রাতেই অভিযানে যায় পুলিশ। অভিযানকালে বিহারের বিভিন্ন স্পটে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র পাওয়া যায়। বৌদ্ধ বিহারের পাশে গৌতম বুদ্ধের যে মুর্তিটা শোয়ানো আছে, তার মাথার দিকে পাহাড়ের পাদদেশ থেকে এসব অস্ত্র উদ্ধার হয়।” তিনি বলেন, “অভিযান অব্যাহত রয়েছে। আশেপাশে আর কোন অস্ত্রসস্ত্র রয়েছে কিনা খুঁজে দেখা হচ্ছে। কারা কি উদ্দেশ্যে এসব অস্ত্রের মজুদ করেছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”


উল্লেখ্য বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থের’র বিরুদ্ধে সাম্প্রদায়িক উষ্কানি, ধর্মের নামে সরকারি বনভূমি উজাড়, জোরপূর্বক নিরহ মানুষের জায়গা-জমি দখল, ঘরবাড়ি উচ্ছেদ, ফলজচারা কর্তন, হিন্দু সম্প্রদায়ের শশ্মান দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিতর্কিত কর্মকান্ডে তার বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে বলে জানা যায়। শরণাংকর ভিক্ষুকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে প্রায় ৭ মাস ধরে দেশব্যাপী নানা আন্দোলন চালিয়ে যাচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


এদিকে গত ১৮ জানুয়ারি আবারও স্থাপনা নির্মাণের চেষ্টা চালায় তার অনুসারীরা। খবর পেয়ে স্থাপনা নির্মাণে বাঁধা দিতে যায় খুরুশিয়া রেঞ্জের বনকর্মীরা। এসময় তিন বনকর্মীর ওপর হামলা ও বেধড়ক পিঠিয়েছে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণংকর থের’র অনুসারীরা। এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে শরণংকরের ৬ জন অনুসারী রাহুলংকর বড়ুয়া, বলরাম বড়ুয়া, টিপু বড়ুয়া, পিন্টু বড়ুয়া, দ্বিদর্শন বড়ুয়া, শুভল বড়ুয়াসহ আরও ২০-২৫জনকে অজ্ঞাত আসামি করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে প্রধান আসামি শরণংকর ভিক্ষুর সেকেন্ড ইন কমান্ড খ্যাত রাহুলংকর বড়ুয়াকে কারাগারে প্রেরণ করেছেন।

আগের পোস্টজেএসএস, ইউপিডিএফ ও সংস্কার মধ্যকার ঐক্য একটি চাঁদাবাজির মঞ্চ!
পরের পোস্টপার্বত্য বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী গুলোকে দূর্বল মনে করা রাষ্ট্রের জন্য মারাত্মক ভূল।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন