পাহাড়ের বাঙালিরা নিজ দেশে পরবাসী!

1
191

হে পাহাড়ের বাঙালি!!! পাহাড় তোমাদের জন্য নয়, ঐ পাহাড় অনেক
আগেই চাকমা, মারমা, মগদের হয়ে গেছে।
পাহাড় তো এখন বাংলাদেশের অংশই নয়,
ওটা তো ভারতের একটি অংশ তথা সন্তুর জুম্মল্যান্ড। http://bit.ly/2Zc9GKc , http://bit.ly/2ZcfGmc

তোমরা রোহিঙ্গা,
প্যালেস্ট্যাইনী , কাশ্মীরী আর উইঘুরদের মত মূল্যহীন।
তোমরা নিজ দেশেও পরবাসী, তোমরা হয়ে গেছো সেটেলার, তোমাদের কেউ দেখতে চায় না। এখানে চম্পক নগর বার্মা, মঙ্গোলীয়া ও ভারতের অরুণাচল থেকে আসা ভিনদেশীদের কদর বেশি।

হে বাঙালী জাতি !!!
পাহাড় তোমাদের জন্য নয়। দেখো না, তোমাদের জন্য এক আইন, আর উপজাতিদের জন্য ভিন্ন। শিক্ষা-চাকুরীতে তোমাদের কোটা নেই, কিন্তু তাদের জন্য কোটা আছে। গত জীবনে আমি দেখেছি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলেও জুতো পেটা খেতে হয় তোমাদের। দেখো না, তাদের দাপোট কত ! বিভিন্ন সরকারি অফিসে গেলে তোমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে।

পাহাড়ে জমি কেনার অনুমতিও তোমাদের নেই। কোন প্রতিবাদ করারও তোমাদের হিম্মত নেই!

হে বাঙালী জাতি!!!
পাহাড় তোমাদের নয় কখনই। তোমরা যদি বাংলাদেশী হতে অবশ্যই কোন না কোন দেশি মিডিয়া তোমাদের পক্ষে দাড়াতো। কিন্তু তোমাদের
পক্ষে কাউকে কখন দাড়াতে দেখলাম না।
বরং মিডিয়ায় দেখলাম, উপজাতিদের ধর্ষণ
করেই নাকি তোমাদের দিন কাটে,
উপজাতি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়াই নাকি তোমাদের জাতীয় কাজ।
তোমরা আন্দালন করলে উপাধি পাও মোল্লা-
জঙ্গী, আর তারা একে-৪৭ হাতে নিয়ে হয় বিপ্লবী। সাংবাদিক তাদের প্রশংসা করে বই লেখে, ‘বাংলাদেশে কবে হবে মাওসেতুং বাদ প্রতিষ্ঠা’।

হে বাঙালী জাতি !!!
পাহাড়ের আশা তোমাদের বাদ দিতে হবে। সন্তুর আগমণ এখন সরকারি পৃষ্ঠপোষতকায় হয়, রাজাকার সন্তান এখন পাহাড়ের রাজা।
শেখ মজিব যাদের বাঙালী বানাতে চেয়েও পারেনি, তাদের এখন বাংলাদেশের মালিকানা দিয়ে দেওয়া হয়।
তারা জারি করে স্ব-শাসন। মনে রাখবে, তিব্বতের মালিক এখন দালাইলামা, আর পাহাড়ের মালিক সন্তু লারমা।

হে বাঙালী জাতি !!!
তোমরা যদি সত্যি পাহাড়ের অধিবাসী হতে, তবে বাকি ৬১ জেলার মানুষ কিছু হলেও তোমাদের নিয়ে মাথা ঘামাতো। কিন্তু কোথায় ? কখন তো দেখলাম না, তোমাদের নিয়ে বাংলাদেশের মানুষ
ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছে ? ‘ক্রিকেট
লেখায় বাংলাদেশ কয় রান করেছে’ এটা নিয়ে হাজার হাজার লাইক-স্ট্যাটাস পাই, কিন্তু তোমাদের নিয়ে একটা স্ট্যাটাসও তো চোখে পড়লো না !

তোমরা কি আদৌ বাংলাদেশী ???? মনে হয় না।

লেখক: আজমীর হোসাইন সিএইচটি, পোস্ট লিংক… https://www.facebook.com/groups/1640664806194949/permalink/2807801772814574/

আগের পোস্টঐক্যর আওয়াজ তুলে জুম্ম জনগণকে বোকা বানানোর অপচেষ্টাই ইউপিডিএফ- কেরাল চাকমা
পরের পোস্টউপজাতি সহজসরল সুপুরুষেরা কি ধর্ষণ করতে পারে? তাও আবার ১১ বছরের শিশুকে!!

১টি কমেন্ট

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন